- Table View
- List View
Amader Prithibi class 8 - West Bengal Board: আমাদের পৃথিবী অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। এই পাঠ্যপুস্তকে ‘ভূগোল’ বিষয়টিকে মানবজীবন আর তার পরিবেশের নিরিখে পরিবেশন করা হয়েছে। শিক্ষার্থীর চেনা গণ্ডি অথাৎ তার বাড়ি, স্কুল, চারপাশের জগৎ থেকে ক্রমে ব্যাপ্ততর ভৌগোলিক ধারণার মধ্যে ধাপে ধাপে নিয়ে যাওয়া হয়েছে। নানা ধরনের হাতেকলমে কর্মচর্চার মাধ্যমে যাতে শিক্ষার্থীর কাছে ভূগোলের বিভিন্ন মৌলিক বিষয়গুলি স্পষ্ট হয়ে ওঠে, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। নানান সরল মানচিত্র, বৈচিত্র্যে ভরা ছবি, ধারণা গঠনের লেখচিত্র, তথ্যমৌচাক প্রভৃতি অভিনব শিখন সম্ভারে বইটি আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যদিকে সামগ্রিক নিরবচ্ছিন্ন মূল্যায়নের (CCE) নানা ক্ষেত্র বইটিতে বিদ্যমান। সেসব সমীক্ষা আর সক্রিয়তা উত্তেজনা আর আনন্দে ভরপুর। আশা করি, ভূগোলের ধারণাগুলি শিক্ষার্থীর কাছে এইভাবে যথেষ্ট অভিজ্ঞতা নির্ভর হবে। তাদের ব্যাখা করার ক্ষমতাও বৃদ্ধি পাবে। বইয়ের শেষে ‘শিখন পরামর্শ’ অংশে বইটির ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাবও মুদ্রিত হলো।
Amadera Prithibi (Our World) class 6 - West Bengal Board: আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণি
by West Bengal Board of Secondary Educationআমাদের পৃথিবী বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির ভূগোল পাঠ্যপুস্তক। এটি ভূগোল ও পরিবেশবিদ্যার এক আকর্ষণীয় ও সহজবোধ্য পরিচিতি প্রদান করে, যা জাতীয় পাঠক্রমের রূপরেখা ২০০৫ এবং শিক্ষার অধিকার আইন ২০০৯-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বইটিতে সৌরজগৎ, পৃথিবীর গঠন ও গতি, মহাদেশ ও মহাসাগর, জলবায়ু, দূষণ এবং ভারতের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ ভাষা, ছবি, মানচিত্র ও কার্যক্রমের মাধ্যমে ভূগোলকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও বোধগম্য করে তোলা হয়েছে। হাতে-কলমে অনুশীলন ও চিত্রিত ধারণার মাধ্যমে পাঠ্যক্রমকে অভিজ্ঞতামূলক শেখার দিকে পরিচালিত করা হয়েছে। বইটি মানবজীবন ও পরিবেশের আন্তঃসংযোগকে তুলে ধরে এবং শিক্ষার্থীদের কৌতূহল ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
Atit O Aitya class 8 - West Bengal Board: : অতীত ও ঐতিহ্য অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। উচ্চ-প্রাথমিক স্তরের ইতিহাস বইয়ের নাম অতীত ও ঐতিহ্য। নতুন পাঠ্যসূচি অনুসারে বইগুলি পরিবেশ ও ইতিহাস পর্যায়ভুক্ত। অষ্টম শ্রেণিতে ভারতের আধুনিক সময়ের ইতিহাস-এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হবে। এই বইতে আখ্যানমূলক বিবরণের পাশাপাশি আধুনিক বিশ্লেষণের মাধ্যমে সহজভাবে ঘটনাবলিকে শিক্ষার্থীর সামনে পরিবেশন করা হয়েছে। একদিকে নজর দেওয়া হয়েছে যাতে তথ্যভার অতিরিক্ত আকারে শিক্ষার্থীকে বিড়ম্বিত না করে, আবার অত্যধিক সরল করতে গিয়ে ইতিহাসের প্রয়োজনীয় যোগসূত্রগুলি যেন তার কাছে অস্পষ্ট না হয়ে পড়ে। ভারতবর্ষের ঔপনিবেশিক অতীত, জাতীয়তাবাদী এবং অন্যান্য আন্দোলনসমূহের বিচিত্র ও জটিল গতিপথগুলি যথাযথ মূর্ত অবয়বে শিক্ষার্থীর সামনে স্পষ্ট করে তোলার চেষ্টাও আমরা করেছি। ইতিহাসের মৌল ধারণা নির্মাণের ক্ষেত্রে এই পাঠ্যপুস্তক যাতে কার্যকর হয়, সেবিষয়ে, বিশেষ যত্ন নেওয়া হয়েছে। প্রাসঙ্গিক বিষয়-ঘটনা পর্যালোচনার মাধ্যমে এইভাবে শিক্ষার্থী ইতিহাসকে জীবন্ত এবং অর্থবাহী একটি প্রবাহ হিসেবে বিচার করতে শিখবে। বিভিন্ন প্রামাণ্য ছবি এবং মানচিত্র সেকারণেই বইটিতে ব্যবহার করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষেই সংযোজিত আছে নমুনা অনুশীলনী- ‘ভেবে দেখো খুঁজে দেখো’। সেগুলির মাধ্যমে হাতেকলমে এবং স্ব-স্ব অভিজ্ঞতার নিরিখে শিক্ষার্থীরা ইতিহাস বিষয়টি নিয়ে নানা ধরনের চর্চা করতে পারবে। বইয়ের শেষে ‘শিখন পরামর্শ অংশে শ্রেণিকক্ষে বইটি ব্যবহার প্রসঙ্গে কয়েকটি মূল্যবান প্রস্তাব মুদ্রিত হলো। দক্ষ যশস্বী শিল্পীরা বইগুলিকে রঙে-রেখায় আকর্ষণীয় করে তুলেছেন। তাঁদের কৃতজ্ঞতা জানাই। আশা করি, নতুন দৃষ্টিভঙ্গিতে নির্মিত এই পাঠ্যপুস্তকটি ইতিহাস শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।
Atit O Oitijhya (Past and Heritage) class 6 - West Bengal Board: অতীত ও ঐতিহ্য ষষ্ঠ শ্রেণি
by West Bengal Board of Secondary Educationঅতীত ও ঐতিহ্য ষষ্ঠ শ্রেণির ইতিহাসের পাঠ্যপুস্তক, যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে প্রকাশিত। এটি জাতীয় পাঠক্রমের রূপরেখা ২০০৫ এবং শিক্ষার অধিকার আইন ২০০৯-এর ভিত্তিতে তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইতিহাসকে সহজ ও আকর্ষণীয়ভাবে শিখতে পারে। বইটি গল্পের আকারে রচিত, যেখানে চিত্র, মানচিত্র এবং কৌতূহলোদ্দীপক অনুশীলন সংযোজিত হয়েছে। এটি ভারতের প্রাচীন সভ্যতা, মানবসমাজের বিকাশ ও সাংস্কৃতিক বিবর্তনকে তুলে ধরে। পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের অনুসন্ধানমূলক শিক্ষা পদ্ধতিতে উৎসাহিত করে এবং কবে, কেন, কীভাবে, কোথায় এই প্রশ্নগুলোর মাধ্যমে ইতিহাসের ঘটনা বিশ্লেষণ করতে শেখায়। বইটিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাহিত্যিক উৎসের মাধ্যমে ভারতের অতীতের পুনর্গঠন করা হয়েছে।
Bangla Bhasha O Shilpa Sahitya Sanaskritir Itihash Class 12 - West Bengal Board: বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। যে-কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সেই জাতির সংগীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। অন্যদিক থেকে বলা যায়, ছাপাখানা-পূর্ব সময়ে মানুষের যে-কোনো সাহিত্যই মূলত মৌখিক ঐতিহ্য-নির্ভর। আর মনে রাখার জন্য এই মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত সুর ও তাল। মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর যে-কোনো দেশের, যে-কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সংগীত আখ্যা দেওয়া উচিত। বাংলা সাহিত্যের ইতিহাসও তাই অন্তত মধ্যযুগ অবধি বাংলা সংগীতের ইতিহাসকে অঙ্গীকার করেই গড়ে উঠেছে।ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। অনেকে মনে করেন, লিখিত ভাষা ও মুখের ভাষা একই এমনকি অনেকে লিখিত ভাষাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আসলে ব্যাপারটি তার বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে। মানুষের ভাষার উদ্ভব কীভাবে হয়েছে। তা নিয়ে সকলে একমত হতে না পারলেও কয়েক লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। লেখা শুরু হয়েছে পাঁচ ছয় কি সাত হাজার বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে।
Bengali Bhasa O Sanskriti class 11 - West Bengal Board: বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। সাহিত্যের সঙ্গে জড়িয়ে থাকে ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গও। তাই একদিকে যেমন আধুনিক ভাষাবিজ্ঞানের দিক থেকে পৃথিবীর সব ভাষার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার অবস্থানকে বুঝে নেওয়া জরুরি তেমনই প্রয়োজন বাংলা ভাষার বৈচিত্র্য সম্বন্ধে সম্যক ধারণার। আবার বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ধারাগুলির সঙ্গে পরিচয় না থাকলে বাঙালি সংস্কৃতিকে অনুভব করা যাবে না কিছুতেই।
Bengali (Sahayak Path - Praphesara Sankarera Dayeri Banla) (First Language) class 9 - West Bengal Board: সহায়ক পাঠ - প্রোফেসর শঙ্কুর ডায়রি বাংলা (প্রথম ভাষা) নবম শ্রেণি
by West Bengal Board of Secondary Educationনবম শ্রেণির জন্য প্রণীত পাঠ্যপুস্তক "সহায়ক পাঠ - প্রোফেসর শঙ্কুর ডায়রি" সত্যজিৎ রায়ের জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক কাহিনি সিরিজের ছয়টি নির্বাচিত গল্প নিয়ে গঠিত। কল্পনা ও বিজ্ঞানের চমৎকার মিশ্রণে সমৃদ্ধ এই বইটি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা ও কৌতূহল উদ্রেক করার উদ্দেশ্যে তৈরি। "ব্যোমযাত্রীর ডায়রি" ও "ডক্টর শেরিং-এর স্মরণশক্তি"র মতো গল্পগুলিতে ভবিষ্যৎ প্রযুক্তি, রহস্যময় অভিজ্ঞতা এবং আন্তঃগ্রহ ভ্রমণের গল্প বর্ণিত হয়েছে। সত্যজিৎ রায়ের অঙ্কিত চিত্রশিল্প বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গল্প সংকলন কিশোর মনে সৃজনশীল চিন্তা এবং সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য একটি বিশেষ উদ্যোগ।
Bengali (Sahityachayan) (First Language) class 9 - West Bengal Board: বাংলা (প্রথম ভাষা) নবম শ্রেণী
by West Bengal Board of Secondary Educationনবম শ্রেণির জন্য বাংলা সাহিত্যের পাঠ্যপুস্তক "সাহিত্য সঞ্চয়ন" বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে একটি সমৃদ্ধ সংকলন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে প্রকাশিত এই গ্রন্থটি বিভিন্ন সাহিত্যিক এবং বৈচিত্র্যময় সাহিত্যের সম্ভার নিয়ে সাজানো হয়েছে। বইটি কেবলমাত্র বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করায় না, এটি আন্তর্জাতিক ও ভারতীয় সাহিত্যের নির্বাচিত অনুবাদও অন্তর্ভুক্ত করে। পাঠক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত এই বই শিক্ষার্থীদের কল্পনাশক্তি বিকাশ ও সৃজনশীলতায় অনুপ্রাণিত করে। এতে রয়েছে লেখকদের পরিচিতি, শিখন পরামর্শ, এবং মডেল প্রশ্ন যা শিক্ষার্থীদের সাহিত্যকে গভীরভাবে বোঝার এবং সমালোচনামূলক বিশ্লেষণ করার দক্ষতা বাড়াতে সহায়ক। "সাহিত্য সঞ্চয়ন" শিক্ষার্থীদের বাংলা ভাষার সাহিত্যিক ঐতিহ্যের প্রতি আকর্ষণ তৈরি করার পাশাপাশি তাদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধির এক অনন্য সহায়ক।
Bengali (Sahityamela) class 7 - West Bengal Board: সাহিত্যমেলা বাংলা - সপ্তম শ্রেণি
by West Bengal Board of Secondary Education‘সাহিত্যমেলা’ সপ্তম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবই, যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে প্রকাশিত। ‘সংস্কৃতি ও বিজ্ঞান’ থিমে নির্মিত এই বইটি জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা ২০০৫ এবং শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুসরণ করে। এতে বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখকদের রচনা, আন্তর্জাতিক সাহিত্যিকদের অনুবাদ এবং ভারতের অন্যান্য রাজ্যের সাহিত্য সংকলিত হয়েছে। বইটি ১১টি অধ্যায়ে বিভক্ত, যেখানে কবিতা, গদ্য এবং গল্পের বৈচিত্র্যপূর্ণ মেলবন্ধন ঘটেছে। ‘হাতে-কলমে’ অংশে রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য বিভিন্ন কার্যক্রম। এছাড়াও, দ্রুতপঠন পুস্তক হিসেবে সংযোজিত হয়েছে লীলা মজুমদারের উপন্যাস ‘মাকু’। শোভাপ্রসন্নের দৃষ্টিনন্দন অলংকরণে সমৃদ্ধ এই বই শিক্ষার্থীদের কল্পনাশক্তি বিকাশ ও সাহিত্যের প্রতি ভালোবাসা জাগাতে সাহায্য করে, বাংলা ভাষা শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে সচেষ্ট।
Bhasa Charya class 8 - West Bengal Board: বাংলা ভাষাচর্চা অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। অষ্টম শ্রেণির জন্য নতুন পাঠক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী ‘লা ব্যাকরণের বই ‘বাংলা ভাষাচর্চা’ প্রকাশ করা হলো। এই ‘বাংলা ভাষাচর্চা’ বইটি ব্যাকরণ এবং নির্মিতি অংশ নিয়ে গঠিত। ব্যাকরণ অংশ যেমন ছাত্রছাত্রীদের ভাষাজ্ঞানকে নির্ভুল ও যথাযথ করবে, তেমনি নির্মিতি অংশ সাহায্য করবে তাদের সৃজনশীল লেখালিখির ক্ষেত্রে।
Bhasha Path (Bengali - Language Lessons) class 4 - West Bengal Board: বাংলা - ভাষাপাঠ চতুর্থ শ্রেণি
by West Bengal Board of Primary Educationভাষাপাঠ চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্যপুস্তক, যা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত। জাতীয় পাঠক্রম রূপরেখা (২০০৫) ও শিক্ষার অধিকার আইন (২০০৯)-এর ভিত্তিতে এই বইটি রচিত হয়েছে, যেখানে প্রথাগত ব্যাকরণের পরিবর্তে আধুনিক ভাষাবিজ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বইটিতে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বাক্যগঠন, যতিচিহ্ন, প্রতিশব্দ, দিনলিপি লেখা এবং অনুচ্ছেদ রচনার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বিকাশের জন্য এতে হাতে-কলমে অনুশীলনের সুযোগ রয়েছে। শিশু-কেন্দ্রিক এবং আকর্ষণীয় ভাবে রচিত এই বইটি বাংলা ভাষা শিক্ষাকে সহজ ও আনন্দদায়ক করে তোলার পাশাপাশি মৌলিক ভাষাগত দক্ষতা গঠনে সহায়তা করে।
Chotoder Pather Panchali class 8 - West Bengal Board: ছোটোদের পথের পাঁচালী
by Bibhutibhushan BandyopadhyayMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। মূল ‘পথের পাঁচালী’ বইটিকে বিশেষজ্ঞ কমিটি সম্পাদনা করে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের উপযোগী করে গড়ে তুলেছেন। আশা করা যায়, দ্রুতপঠন বই হিসেবে ‘ছোটোদের পথের পাঁচালী' শিক্ষার্থীদের সমাদর পাবে। বইটিকে রঙে-রেখায় অসামান্য অবয়ব দিয়েছেন প্রখ্যাতশিল্পী দেবব্রত ঘোষ। আশা করি, একটি গোটা বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের পঠন-সামর্থ্য যেমন বাড়বে, অন্যদিকে সক্রিয়তা-নির্ভর অনুশীলনীর মাধ্যমে তাদের ভাষা-সাহিত্য বোধও উন্নত হবে।
Circuser Meye (সার্কাসের মেয়ে)
by Ypsa Writersএই বইয়ের গল্পটি বেশ প্রাণবন্ত এবং আকর্ষণীয়। এখানে বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ ছাড়া কিশোর, পরিবারের সদস্য, মাতা-পিতা, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বাস্থ্যকর্মীসহ অন্য সকলে যারা বিষয়টির সাথে জড়িত তাদের জন্যও বেশ কিছু তথ্য এতে রয়েছে। একজন মানুষকে জীবনে অনেকগুলো ধাপ পার হতে হয়। ১০ থেকে ১৯ বছর বয়সের মধ্যে কিশোর-কিশোরীরা শারীরিক ও মানসিকভাবে বড় হয় এবং তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। এ সময়ে তারা খুব কৌতূহলী ও চঞ্চল থাকে। তবে শারীরিক পরিবর্তন, মানসিক চাপ ও দুঃশ্চিতা কাটিয়ে ওঠাসহ বিভিন্ন ধরনের আবেগ প্রবণতা ও সামাজিক সমস্য কিভাবে সমাধান করা যায় তা শেখার এটাই সঠিক সময়।
Corona Virus Covid -19 Question-Answer
by Whoবিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কিছু প্রশ্নোত্তর।
Disaster Management Law
by Bhim Charan Roy Md Abdul BarikThis is about Disaster Management Law in Bangladesh.
Ganit Prabha (Mathematics) class 7 - West Bengal Board: গণিতপ্রভা সপ্তম শ্রেণি
by West Bengal Board of Secondary Education"গণিতপ্রভা VII" পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে সপ্তম শ্রেণির জন্য প্রণীত একটি গণিত পাঠ্যপুস্তক। এটি জাতীয় পাঠক্রমের রূপরেখা (২০০৫) এবং শিক্ষার অধিকার আইন (২০০৯)-এর নির্দেশিকা অনুসরণ করে তৈরি হয়েছে। বইটিতে পাটীগণিত, বীজগণিত, জ্যামিতি এবং বাস্তবজীবনের সমস্যার সমাধান সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপিত হয়েছে, যা শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণমূলক চিন্তাধারাকে বিকশিত করতে সহায়ক। বইটিতে রয়েছে ইন্টারেক্টিভ অনুশীলন, হাতে-কলমে শেখার কার্যক্রম এবং বাস্তব উদাহরণ, যা বিষয়গুলিকে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। সুস্পষ্ট ব্যাখ্যা এবং ধাপে ধাপে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত শেখার প্রতি আগ্রহী করে তোলাই এই বইটির মূল লক্ষ্য।
Ganit Prokash class 10 - West Bengal Board: গণিত প্রকাশ দশম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary Educationদশম শ্রেণির গণিত বইয়ের নাম গণিত প্রকাশ। বইটিতে ধাপে ধাপে গাণিতিক সমস্যাবলি সমাধানের পদ্ধতি শেখানো হয়েছে। শিক্ষার্থীর সুবিধার জন্য প্রতিটি ক্ষেত্রেই সযত্বে মৌল ধারণাগুলিকে প্রাঞ্জল ভাষায় এবং হাতেকলমে পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। গণিত বিষয়টিকে বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় করে তোলার সযত্ব প্রয়াস বইটিতে সহজেই লক্ষ করা যাবে। শিক্ষার্থীর প্রায়োগিক সামর্থ্যবৃদ্ধির দিকেও আমরা তীক্ষ্ণ নজর রেখেছি। আশা করা যায় শিক্ষার্থীমহলে বইটি সমাদূত হবে।
Ganit Prokash class 9 - West Bengal Board: গণিত প্রকাশ নবম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary Educationপাটীগণিত, বীজগণিত ও জ্যামিতি বিষয়গুলিকে সুন্দর ও সহজভাষায় এমনভাবে বর্ণনা করা হয়েছে ও সমাজের নানা সমস্যা সমাধানের সফল হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টাকে অধিকতর ভালোভাবে প্রসারিত করা হয়েছে।
Ganit Prova class 8 - West Bengal Board: গণিতপ্রভা অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary Educationএই গণিত বইটি অষ্টম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী প্রণয়ন করা হয়েছে ও নামকরণ করা হয়েছে ‘গণিতপ্রভা’। এই বইটিতে গণিতকে ভাষা হিসাবে চর্চা করার প্রতিষ্ঠিত ধারা অনুসৃত হয়েছে যাতে করে গণিতের ভাষায় ভাষান্তরিত সমস্যাটি দেখে শিক্ষার্থীরা বুঝতে পারে সংশ্লিষ্ট সমস্যায় কোন গাণিতিক প্রক্রিয়া, সূত্র বা পদ্ধতি প্রয়োগের প্রয়োজন। পাটীগণিত, বীজগণিত ও জ্যামিতি বিষয়গুলিকে সুন্দর ও সহজভাষায় এমনভাবে বর্ণনা করা হয়েছে যাতে করে সমস্ত শিক্ষার্থী ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে পারে। গণিতকে শিক্ষার্থীর ব্যক্তি জীবন, পরিবার ও সমাজের নানা সমস্যা সমাধানের সফল হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টাকে অধিকতর ভালোভাবে প্রসারিত করা হয়েছে।
Gorbnirodhak Khabar Bori
by Ypsa Writerখাবার বড়ি হলো সর্বাধিক ব্যবহারিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। জন্মনিয়ন্ত্রের কার্যকারিতা অক্ষুন্ন রেখে পার্শ্বপ্রতিক্রিয়া কমানোর উদ্দেশ্যে গর্ভনিরাধক খাবার বড়ি ব্যবহারিত হয়। গর্ভনিরোধক ইনজেকশন মহিলাদের জন্য কার্যকর অস্থায়ী ও স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি।এটি একটি বহুল ব্যবহারিত অত্যন্ত কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
Hajabala class 6 - West Bengal Board: হ য ব র ল ষষ্ঠ শ্রেণির
by West Bengal Board of Secondary Educationহ য ব র ল, সুকুমার রায়ের কালজয়ী রচনা, বাংলা সাহিত্যের এক অনন্য নিদর্শন যা এর হেঁয়ালিপূর্ণ মজা ও খেয়ালি গল্পের জন্য পাঠকদের হৃদয় জয় করেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক ষষ্ঠ শ্রেণির দ্রুতপাঠনের পাঠ্যপুস্তক হিসেবে গৃহীত এই গ্রন্থটি পাঠকদের এক চমকপ্রদ কল্পনার জগতে নিয়ে যায়। এখানে প্রাণীদের কথা বলা, গেছো দাদার মতো অদ্ভুত চরিত্র এবং হাস্যকর ঘটনা পাঠকদের মুগ্ধ করে। এর অদ্ভুত সংলাপ ও পরিহাসমূলক বুদ্ধিমত্তা শুধু আনন্দই দেয় না, বরং সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার বিকাশেও সহায়তা করে। ২০১৩ সালে প্রথম প্রকাশিত এবং ২০১৪ সালে সংশোধিত এই বইটি শিক্ষার্থীদের ভাষা ও সাহিত্য চর্চায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের পঠন দক্ষতাও উন্নত করতে সাহায্য করে।
Health and Physical Education class 12 - West Bengal Board: স্বাস্থ্য ও শারীরশিক্ষা দ্বাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের যে-কোনো ধরনের বিকাশের প্রাথমিক শর্ত হল সুস্থ শারীরিক বৃদ্ধি। সেজন্য প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি শারীরিক ও সমাজ মনস্তাত্ত্বিক বিকাশের জন্যে সকল শিক্ষার্থীকে স্বাধীনভাবে খেলাধুলা করানো, প্রথাবদ্ধ ও প্রথামুক্ত খেলা, যোগব্যায়াম, একক ও দলগত খেলা ও বিভিন্ন ক্রীড়া অনুশীলন করানো জরুরি। একক ও দলগত খেলাধুলার জন্য শিক্ষার্থীদের কয়েকটি ক্ষমতা অর্জন করতে হয় যথা— পরিশ্রম করার ক্ষমতা, খেলার সামগ্রিক দক্ষতা, আত্মরক্ষার কৌশল ও পারস্পরিক সহানুভূতি।
Health Physical Education class 11 - West Bengal Board: স্বাস্থ্য ও শারীরশিক্ষা একাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। জীবন গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলোর ভূমিকা প্রশ্নাতীত। চরিত্র গঠনের উপযোগী শিক্ষা, অফুরান আনন্দের উৎস খেলাধুলোর থেকেই মেলে। শারীরিক সক্ষমতা অর্জন করা ও তা বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা, ধৈর্য, বিনয়, জয়ের জন্য অদম্য ইচ্ছাশক্তি, নিয়ম-কানুন ও আচরণবিধির প্রতি শ্রদ্ধাবোধ, দলগত ঐক্যের প্রতি আস্থা এবং এক সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলার অনুপ্রেরণার মতো গুণ খেলাধুলোই আমাদের মধ্যে সঞ্চারিত করে দেয়। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের বোধ পরবর্তী সময়ে সমাজজীবনেও আমাদের এগিয়ে নিয়ে চলে, মূল্যবোধের শিক্ষা আমাদের পথ দেখায়। শরীর, মন ও চরিত্র গঠনের এই অত্যাবশ্যকীয় দিকগুলি এই গ্রন্থে তীক্ষ্ণ অভিনিবেশসহ আলোচিত হয়েছে, যা আগামি দিনের সুনাগরিক গড়ার কাজে সুন্দরভাবে ব্যবহৃত হতে পারবে।
History (Past and Tradition) Atita o Aitihya class 7 - West Bengal Board: অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণি
by West Bengal Board of Secondary Educationসপ্তম শ্রেণির জন্য প্রস্তুত করা পাঠ্যপুস্তক অতীত ও ঐতিহ্য, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত, ইতিহাস বিষয়ক একটি আকর্ষণীয় ও সহজবোধ্য গ্রন্থ। এটি জাতীয় পাঠক্রম রূপরেখা ২০০৫ এবং শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুসারে নির্মিত। বইটি খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তন তুলে ধরে। এর মধ্যে রাজনৈতিক ইতিহাস, সমাজ ও অর্থনীতির প্রবণতা এবং সাংস্কৃতিক উন্নয়নের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ ভাষায় লেখা এই বইতে মানচিত্র ও চিত্রের ব্যবহার, পাশাপাশি ‘ভেবে দেখো খুঁজে দেখো’-এর মতো অনুশীলনমূলক অংশ সংযোজন করে শিক্ষার্থীদের জন্য ইতিহাসকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলা হয়েছে। বইটিতে রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে ইতিহাসকে জীবন্ত ও অর্থবহ করার উদ্দেশ্যে এটি একটি চমৎকার উদ্যোগ।